• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯

অপরাধ

প্রবাসীর বাড়িতে হামলা লুটের ঘটনার মূল হোতা গ্রেপ্তার

  • ''
  • প্রকাশিত ৩০ আগস্ট ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:


কোরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা লুটের ঘটনার মূল হোতা বাবা আনোয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিছুদিন আগে বাবা আনোয়ারের নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর স্বর্নালঙ্কর লুটপাটের ঘটনা ঘটে। তবে এ হামলায় জড়িত বাকি আসামীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোড় দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগি পরিবার সুত্রে জানাযায়, দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়নের ঘোষকান্দা এলাকার আনোয়ার ওরফে বাবা আনোয়ারের ছোট ভাই ইসমাইল ও মোসলেম কুয়েতে একসাথে চাকরি করতো। কিছুদিন আগে ইসমাইল দেশে আসার পর পুনরায় কুয়েতে ফিরে গেলে মালিক তাকে আর কাজে রাখিনি। এ ঘটনায় ইসমাইল -মোসলেমকে দায়ী করে। এ নিয়ে কুয়েতে বসে তাদের মধ্যে ঝগড়া হয়। গত এক সপ্তাহ আগে মোসলেম ছুটিতে দেশে আসে। এই খবর পেয়ে ইসমাইলের ভাই আনোয়ার ওরফে বাবা আনোয়ার ১০/১২ জন সন্ত্রাসী নিয়ে গত সোমবার দফায় দফায় কুয়েত প্রবাসি মোসলেমের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর স্বর্নালঙ্কর লুটপাট ও ছুরিকাঘাত এবং লাঠি পেটা করে মোসলেমসহ তার ছেলে মুরাদ হাসান, তার ছোট বোন মুসলিমা এবং বড় ভাবি বিলকিসকে গুরুতর আহত করে।

এ ঘটনায় মোসলেম উদ্দিন বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ১০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজামানের নেতৃত্ব স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সহযোগিতায পুলিশ আজ সকালে বাবা আনোয়ারকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ-জামান জানান, বাবা আনোযার একজন মাদক কারবারি। তাকে এর আগে একাধিকবার গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। কিন্তু গত সোমবার প্রবাসি মোসলেমের বাড়িতে যে হামলা হয়েছে তা নেক্কার জনক ঘটনা। আমরা বাবা আনোযারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আশা করছি এ মামলার বাকী আসামীদের ও অতি শিগ্রই গ্রেপ্তার করতে পারবো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads